Sun. Feb 28th, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

পদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবলীগের সম্মেলনের প্রায় এক মাস আগে রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও সংগঠনের অভিভাবক  শেখ হাসিনার সঙ্গে যুবলীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো যুবলীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলছে।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীতে ক্যাসিনো পরিচালনা, টেন্ডারবাজী, অর্থের বিনিময়ে পদ দেওয়াসহ যুবলীগের বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে গত ২ অক্টোবর গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে দলের ২১তম জাতীয় কাউন্সিলের আগেই সম্মেলন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরদিন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সহযোগী সংগঠনগুলোকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়।

গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সর্বশেষ ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন হারুনুর রশীদ।

আগামী ২৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবলীগের ৭ম কংগ্রেস অনুষ্ঠিত হবে।

Leave a Reply