Share সংবাদটি পড়া হয়েছে: 388 ‘আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সম্মিরিলতভাবে ইঁদুর নিধন করি’ এবারের এই শ্লোগানকে সামনে নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার নুর-ই আলম সিদ্দিকী’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেকেন্দার আলী। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষিস্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক উদ্দ্যান কৃষিবিদ এনামুল হক, নীলফামারী জেলা খামারবাড়ি অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ কৃষিবিদ মাজিদুল ইসলাম, প্রশিক্ষণ পরিচালনাকারী কৃষিবিদ সাইফুল আলম, ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু প্রমুখ। এছাড়াও উপজেলা কৃষি অধিদপ্তর অফিসের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষানী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to print (Opens in new window) Related Post navigation sakib……………. পেঁয়াজ আসতে আরও সপ্তাহখানেক