Tue. Mar 2nd, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

অবশেষে সুরকার অনু মালিককে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর বিচারকের আসন থেকে সরিয়ে দেয়া হলো।

চলতি আসরের মাঝে তিন সপ্তাহের ছুটিতে গেছেন অনু মালিক। তবে তদন্তে নির্দোষ হলে এই শোতে ফিরবেন তিনি

২০১৮ সালে প্রথমবার অনুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন গায়িকা সোনা মহাপাত্র। এর জেরে গত বছরের সিজন ১০ থেকে সরে যেতে বাধ্য হন নামি এই সুরকার। এরপর অভিযোগ তোলেন নেহা ভাসিন ও শ্বেতা পণ্ডিত।

কিছুদিন আগে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে খোলা চিঠি লেখেন সোনা। এই চিঠির পরই জাতীয় নারী কমিশন অনু মালিককে সরিয়ে দেয়ার নির্দেশ দেয় চ্যানেলকে। কমিশন অফিশিয়াল টুইটারেও তাদের নোটিশ শেয়ার করে।

সোনা মহাপাত্র বললেন, অবশেষে সত্যের জয় হলো। বিশ্বাস করুন, ভীষণ খুশি। দীর্ঘদিন ধরে চলতে থাকা নারীদের ওপর যৌন অত্যাচার-অবিচারের যেন সুবিচার হলো।

এক সাক্ষাৎকারে আরও বলেন, একা আমি নই, সেই সমস্ত নারীরা খুব খুশি, যারা অনুর খপ্পরে পড়েছিলেন। দীর্ঘদিন পরে সুবিচার হলো অন্যায়ের।

তবে অনু মালিক সোশ্যাল মিডিয়ায় বলেন, মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে তাকে। সুবিচার প্রার্থী তিনিও। এই ধরনের ঘটনা তাকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা দিচ্ছে।

Leave a Reply