রংপুরে কামালকাছনা এলাকায় কলেজছাত্রীকে অপহরণের সময় মাইক্রোবাসসহ চারজনকে আটক করে পুলিশকে দিলেন এলাকাবাসী।
সোমবার সকালে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাতে নগরীর কামালকাছনা এলাকায় এ ঘটনা ঘটে ।
আটককৃতরা হলেন- নগরীর গণেশপুর এলাকার নাজমুল হোসেন, আরিফুল ইসলাম, জনি ও লাবলু মিয়া।পুলিশ সুত্রে জানান, কলেজে ছাত্রীকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কামালকাছনা এলাকা থেকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাচ্ছিল চার অপহরণকারী।
এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন যুবক মোটর সাইকেলে করে ধাওয়া দিয়ে মাইক্রোবাসটির পথ আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার ও মাইক্রোবাসসহ চার অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসেন।
পরে ওই কলেজ ছাত্রীর দায়ের করা মামলায় চারজনকে আটক করে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।