Sun. Mar 7th, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর সৈইফ উদ্দিন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পুত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজনপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি রাজনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের ছেলে শফিকুনূরের স্ত্রী সোহেনা বেগমের প্রায়ই জা’দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। গত রাতে জা’দের ঝগড়া হওয়ার পর সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় শ্বশুর সৈইফ উদ্দিন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। এ সময় পুত্রবধূ সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করে। তখন ঘটনাস্থলেই নিহত হন সেইফ উদ্দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

দোয়ারাবাজার থানার দায়িত্বপ্রাপ্ত এস আই জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

Leave a Reply