Share
অসংলগ্ন
সনাতন সিংহ রায়
মাঝে মাঝে উন্মাদ হতে ইচ্ছে করে,
প্রকৃতির সব নিয়ম ভেঙ্গে,
সামাজিকতার বলয় ছিড়ে
হতে ইচ্ছে করে,প্রচণ্ডরূপে ডানপিটে।
ফুল কিংবা আবেগের নিকুচি করে,
চক্ষু লজ্জার হিসাব না করেই;
প্রকাশ্যে দাড়াতে চাই তোমার সামনে
ঘুমহীন চোখও যদি হয় রক্তজবা
আঙ্গুলের দু-ফাকে থাকুক সিগারেট?ওসব না ভেবেই কোন একদিন বলতে চাই……….
আমার এমনতর হঠাৎ কান্ডজ্ঞানে
হতবিহ্বল তুমি,চেতনায় ফিরে বললে,
উড়নচন্ডি একটা!যাও?
ফির যদি বল ভালবাস আমায়-
ফিরে এস তবে,মানুষ হয়ে।
তারপর আমি সততায় সদাচরনে
স্মিত হাসিতে তোমার কাছেই ফিরে আসব।
অভয়ের বানীতে যদি কথা দাও,
তোমার জন্যই অপেক্ষা করব?
আগামী জন্মেও,শুধু তোমারি জন্য।
