যুব ওয়ানডেতে ২০১৯ সালটা দারুণ কাটিয়েছে টাইগার যুবারা। যুবাদের দলীয় সাফল্যতে গুরুত্বপূর্ণ অবদান ছিল বোলারদের। দলের সাফল্যের সাথে দারুণ পারফর্ম করে বোলাররা তাই জায়গা করে নিয়েছেন বছরের সেরা পাঁচ উইকেট শিকারির তালিকায়।
আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে সকল দেশের বোলারদের মাঝে এই বছর সর্বোচ্চ উইকেট নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। ১৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৮।
দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশের আরেক মৃত্যুঞ্জয় চৌধুরী। ১২ ম্যাচে ২৪ উইকেট রয়েছে তার ঝুলিতে।
তৃতীয়তে আছেন ইংলিশ পেসার বাল্ডারসন। ১২ ম্যাচে তারও উইকেট সংখ্যা ২৪। নাদিশান ১১ ম্যাচে ২৩ উইকেট। পাঁচে আছেন বাংলাদেশের আরেক দ্রুত গতির বোলার রাকিবুল হাসান ১৮ ম্যাচে ২৩ উইকেট তার ব্যাগে।
২০১৯ সালে সর্বোচ্চ উইকেট নেওয়া পাঁচ বোলার :
তানজিম হাসান সাকিব (বাংলাদেশ)- ২৮ উইকেট
মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ)- ২৪ উইকেট
বাল্ডারসন (ইংল্যান্ড)- ২৪ উইকেট
নাদিশান (শ্রীলঙ্কা)- ২৩ উইকেট
রাকিবুল হাসান(বাংলাদেশ)- ২৩ উইকেট।