নতুন বছরের প্রথম দিনেই সারপ্রাইজ দিলেন ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক
পান্ডিয়া। নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানালেন, অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকেই তিনি বিয়ে করতে চলেছেন।






প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পান্ডিয়া। শুধু তাই নয় প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন- “বছর শুরু আমার আতসবাজির সঙ্গে।”
অনেক দিন ধরেই নাতাশার সঙ্গে পান্ডিয়ার প্রেমের গুঞ্জন চলছে। সংবাদমাধ্যমে একাধিকবার






লেখা হয়েছে দুই তারকার সম্পর্কের বিষয়ে। নতুন বছরের সকালে সেই গুজব স্বীকার করলেন পান্ডিয়া।
সেই ছবিতে প্রথমেই কমেন্ট করেন জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও হার্দিক






পাণ্ডিয়ার বউদি পাঙ্খুরি শর্মা। অর্জুন কাপুর সহ বলিউডের বহু তারকারাও হার্দিকের পোস্টে কমেন্ট করেছেন।
সার্বিয়ান অভিনেত্রী নাতাশা বহুদিনই ভারতে রয়েছেন। বলিউডের বহু সিনেমায় দেখা গিয়েছে। মূলত আইটেম গার্ল হিসেবেই পরিচিতি তার। সত্যাগ্রহ (২০১৩), অ্যাকশন জ্যাকসন






(২০১৪), ফুকরে রিটার্নস (২০১৭) সহ একাধিক সিনেমায় সেলুলয়েডের পর্দা কাঁপিয়েছেন তিনি।
এই মুহূর্তে চোটের পর দেশের হয়ে ক্রিকেটে ফেরাতে জোর দিচ্ছেন পান্ডিয়া। পিঠের নিচের অংশের চোটের কারণে ইংল্যান্ডে গিয়ে তাকে পিঠের নিচের অংশে অস্ত্রোপচার করাতে হয়।






এরপর মাঠে ফেরার জন্য প্রতিদিন পরিশ্রম করছেন পান্ডিয়া। সম্ভবত ২০২০ সালে ভারতের নিউজিল্যান্ড সফর বা তারপর আইপিএল টি-টোয়েন্টি যুদ্ধ দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন করতে পারেন পান্ডিয়া।