বুধবার (১১ মার্চ) চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষ থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন এমন অভিযোগে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমসহ র্যাবের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করতে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়।
এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রিটের বিপক্ষে সমালোচনার ঝড় উঠে। সারোয়ার আলমের বিরুদ্ধে এমন রিটকে অসাধু ব্যবসায়ীদের চক্রান্ত বলে উল্লেখ করছেন তারা। এর আগেও তাকে নিয়ে অনেক আলোচনা হয়।
তবে এসবের মধ্যেও থেমে যাননি সারোয়ার আলম। একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন। বুধবার মিটফোর্ডে রাতভর অভিযানের পর বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা হয় তার। সারোয়ার আলম বলেন, ‘যত যাই হোক, আমি আমার কাজ, আমার অভিযান বন্ধ রাখবো না।
আমি যা করি আইনের প্রতি শ্রদ্ধা রেখে মানুষের জন্যই করি। রাষ্ট্রের কল্যাণে আমি এই কাজ করেই যাবো।
সুত্র: যুগান্তর