Share
নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি প্রায় এক সপ্তাহ আগে ঢাকা থেকে গায়ে জ্বর নিয়ে ডিমলায় নিজ বাড়িতে এসেছিলেন।
জেলার ডিমলা উপজেলার বালাপারা ইউপি ‘র দক্ষিন সুন্দর খাতা ভাটিয়া পাড়া (বাগান পাড়া) গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি ৷তার নাম রানা বয়স ১৭ /১৮ বছর ৷
সুত্রে জানা যায়, কোভিট ১৯ আক্রান্ত ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে সিলেটে কাজ করতো কিন্তু দেশে যখন করোনা ভাইরাসের সংক্রমন দেখা দেয় তখন সে নিজ বাড়িতে চলে আসে ৷তারপর তার বাড়ি লকডাউন করা হয় এবং ঐ ব্যক্তির করোনা ভাইরাস পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় ৷আজ তার নমুনা পরিক্ষায় পজেটিভ রেজাল্ট পাওয়া যায় ৷ (সুত্র: এলাকা বাসী)