Sun. Mar 7th, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

করোনা ভাইরাস সংক্রমণের নতুন উপসর্গ হিসেবে পায়ে ক্ষত ও র‌্যাশ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

স্পেনের চিকিৎসকরা জানান, করোনা সংক্রমণের লক্ষণ হিসেবে পায়ে অথবা পায়ের আঙ্গুলের উপর চিকেনপক্সের মতো ক্ষত তৈরি হতে পারে।

চিকিৎসকরা জানান, ইতালির এক করোনা আক্রান্ত শিশুর পায়ে প্রথম এমন উপসর্গ দেখা দেয়। তবে এখন পর্যন্ত এটি শুধু শিশু ও কিশোরদের মাঝেই উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে বলেও জানান তারা।

চিকিৎসকরা জানান, ইতালিতে প্রতি পাঁচজন করোনা আক্রান্তের একজনের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে।

স্পেনের পোডিয়াট্রিস্ট এবং চর্মরোগ বিশেষজ্ঞের মতে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে এই উপসর্গ ক্রমশ শনাক্ত করা হচ্ছে।

Leave a Reply