জয়পুরহাটে এক করোনা আক্রান্ত ব্যক্তি নিজ ঘরের জানা ভেঙে পালিয়েছেন বলে জানা গেছে। ওই ব্যক্তি কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পালিয়ে যায়। পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে।
জানা গেছে বৃহস্পতিবার(১৬ এপ্রিল) তার নমুনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর পাওয়ার পর নিজ বাড়ির ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি। করোনা শনাক্ত হওয়ার পর তাকে আইসোলেশনে নিতে গিয়ে তার পালানোর বিষয়টি জানা গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, জয়পুরহাটে প্রথম শনাক্ত হওয়া দু’জন করোনা রোগী জিন্দারপুর গ্রামের। বৃহস্পতিবার রাতে তাদের আইসোলেশনে নেওয়ার জন্য পুলিশের সহযোগীতায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লোকজন ওই গ্রামে যায়। সেখানে একজনকে পাওয়া গেলেও আরেকজনকে পাওয়া যায়নি। এ সময় তার ঘরের জানালা ভাঙা দেখা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
সূত্র:daily projonmo