সরোয়ার জাহান সোহাগ,স্টাফ রিপোর্টার: সামাজিক দূরত্ব বজায় রেখে ডিমলায় কৃষকের মাঝে মৌসুমের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি উন্নয়ন কর্পোরেশন এর বিশেষ বরাদ্দের বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করেছে ডিমলা উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ২০২০-২১ অর্থ বছরের কৃষি উন্নয়নের কর্মসূচীর আওতায় আউশ আবাদে অভিজ্ঞ ও ইচ্ছুক কৃষকদের মাঝে বিনামূল্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উচ্চ ফলনশীল বীজ বিতরন করা হয়। এ ফসল উৎপাদন হলে করোনা মহামারীতে খাদ্য ঘাটতি পুরণ হবে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, বিএডিসির অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ বরাদ্দে প্রাপ্ত ৩০০০ কেজি বীজ ইতোমধ্যে আমরা গ্রহণ করেছি। করোনা ভাইরাস মোকাবেলায় খাদ্য উৎপাদনে অভিজ্ঞ ইচ্ছুক কৃষকের মাঝে সরকারী বরাদ্দের ৫ কেজি আউশ ধানের বীজ প্রদান করা হয়। পর্যায়ক্রমে এ উপজেলার ১০ ইউনিয়নে ৬০০ কৃষকের মাঝে বীজ বিতরন করা হবে।