মোঃ রুহুল আমিন ডিমলা নীলফামারী প্রতিনিধি:
বর্তমানে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি কারী (কোভিক-১৯) এর বিরুদ্ধে আমরা সবাই মানব সেবী জীবন বাঁচাতে এগিয়ে আসি এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে এসেছে একদল তারূণ্যে ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ।
করোনা মোকাবেলায় সর্বস্তরের মানুষজন যে ভাবে সম্ভব এগিয়ে এসেছে এবং আসার চেষ্টা করতেছে।নীলফামারী জেলার ডিমলা উপজেলার কিছু তরুণ-তরুণীর নিজস্ব উদ্যোগে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে এলাকার কর্মহীন পরিবারদের জন্য।
তারা বলেন,ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ আপনাদের সকলের পাঠানো টাকাই হয়ে উঠবে এই তারূণ্যদের বড় সঞ্চার, যা কর্মহীন পরিবারের মুখে এক চিলি হাসি বয়ে নিয়ে আনতে বড় ভুমিকা রাখবে। আমরা প্রতিদিন অযথা অনেক টাকাই খরচ করি, একদিন নাহ হয় কিছু টাকা কম খরচ করে তা এই দূরস্থ পরিবারের জন্য ব্যয় করলাম।।
আসুন আমরা সকলেই নিজেদের একটুখানি মহত্ত্ব থেকে কিছু পরিবারের মুখে হাসি ফুটাতে সাহায্য করি।।
বিকাশঃ নগদ: সভাপতি-01773127932
সম্পাদক-01751154963
কোষাধ্যক্ষ-01767231797