নুর আলম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোরে নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই নারীর বাড়ী জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা চারআনি গ্রামে। এ তথ্য নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই নারী গত কয়েকদিন ধরে করোনা উপসর্গ আক্রান্ত হন। ৬ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ৮ মে পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে তাকে তার নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।
স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, এ পর্যন্ত এ উপজেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ী ফিরেছে। আজ রবিবার একজন মৃত্যুবরণ করলেন। । অন্যান্যরা নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ।###

Share