নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের চার বছরের শিশু সন্তানের গলায় ছুরি চালিয়েছে এক পাষন্ড পিতা।
এ ঘটনায় পাষন্ড পিতা মসিদুল ইসলামকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এলাকাবাসী জানায় একই গ্রামের শনে আলীর ছেলে হাফিজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ৭০ শতক জমি নিয়ে মসিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। সেই জমিতে সম্প্রতি মসিদুল ইসলাম ঘর তুললে উভয় পক্ষের মধ্যে বিরোধ চরমে আকার ধারণ করে।
আজ বুধবার(২০মে) সকালে হাফিজুল ইসলাম তার লোকজন সাথে নিয়ে মসিদুলের ঘর ভাংচুর করছিল।এমতাবস্থায় মসিদুল ইসলাম প্রতিশোধপরায়ণ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ধারালো ছুড়ি দিয়ে তার চার বছরের মেয়ে সুমী আক্তারের গলা কেটে মাটিতে ফেলে দেয়।