Sun. Mar 7th, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

“লকডাউন”

সনাতন রায়

নতুন করে মানুষের লড়াই,
এক পরজীবী ভাইরাসের সাথে?
যেখানে জীবন বাচাঁতে মানুষেরা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে
ক্রমশই দুরে সরে যাচ্ছে,সম্পর্কের বন্ধন তুচ্ছ করে,
নিজের জীবনে গাইতে,বর্নহীন আগামীর গান।

তবুও আগামীর পথে ছোয়াছে ভাইরাসের ভয়,
তুচ্ছ জীবনের মায়ায় ঘড়বন্দী মানুষ !
কর্মচঞ্চল পৃথিবীও হঠাৎই থমকে গেছে?
ঘড়ের কোনে পরে থাকা নিস্প্রান স্কুলের ব্যাগে,
যেন মহামারির বোবাকান্নার সতেজ চিত্রপট।

এমন দিনে শ্রমজীবি মানুষ আজ বেকার সম্প্রদায়?
প্রকৃতি পূজারী কবিও আজ উদাস হয়ে
রাতের আধারে চেয়ে দেখে পান্ডুর চাঁদ!
কবিতার পান্ডুলিপি তুলে রেখে আলমারির কোনে।
শুনতে চায় করোনার বিদায়ী সুর।

যেথায় আবার আমাদের দেখা হবে,
মিলনের শুভকামনায় উঠে যাবে “লকডাউন”
প্রানচঞ্চলতায় পৃথিবী ফিরে পাবে নতুন সৌন্দর্য্য,
মানবতার জয়গানে আমরা গাইব,নতুন গান!
এই শুভক্ষনে,আমাদের দেখা হবে মহামারি শেষে।

Leave a Reply