ভারতে করোনার তাণ্ডব প্রতিনিয়ত বেড়েই চলেছে। একের পর এক রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যু হচ্ছে। এমন পরিস্থিতিতে চেন্নাইয়ের শহরের ভিতর গাড়ি চলাচলের দিকে কড়া নজর রয়েছে পুলিশের। কোন গাড়ি কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে নজর রয়েছে সবদিকে৷ চলছে তল্লাশিও। ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রামিয়া কৃষ্ণণ। এমন একটি সময়ে অঘটন ঘটিয়ে বসলেন রামিয়া কৃষ্ণণ।
ভারতের সুপার হিট সিনেমা ‘বাহুবলী’। এই সিনেমায় রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করেন রামায়া কৃষ্ণা। তার চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়েছিলো।
এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, নাসের প্রমুখ।
৪৯ বছর বয়সী অভিনেত্রী রামিয়া কৃষ্ণণ পুলিশের এই কড়া নজরের মধ্যেই ধরা পড়লেন। ১০০টি মদের বোতলসহ পুলিশের হাতে ধরা পড়েছেন অভিনেত্রী ও তার বোন।
এ ব্যাপারে আরও জানা যায়, ৯৬টি বিয়ারের বোতল এবং ৮ টি লিকারের বোতল গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রামিয়া। এ সময় রাস্তায় তল্লাশির সময় ধরা পড়েন তারা।
জানা গেছে, গাড়ির ড্রাইভারকেও পুলিশ গ্রেপ্তার করেছেন। পরে অবশ্য জরিমানা দিয়ে জেল থেকে ছাড়ানো হয় ড্রাইভারকে।