Sun. Feb 28th, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বৃষ্টিবিলাস
হানিফ সরকার

মুষলধার বৃষ্টিতে
নদী আর খাল বিলে
মাছ ধরার ধুম পড়ে
কিশোরেরা দল বেঁধে
ছলছল মাঠে বল খেলে
আবার ঝাপিয়ে পড়ে পুকুরে
সে এক আনন্দ লহরী।

রাখাল মহিষের পিঠে উঠে
ঘাস খাওয়ায় জমির মাল্লিতে
বৃষ্টির জল গড়িয়ে পড়ে নদীতে
মাছেরা ভির করে স্রোতের মুখে
বাঁশের ফাঁদ কিংবা জাল দিয়ে
উৎসুক জনতা মাছ শিকার করে
সে এক অানন্দ লহরী
জলের উপর ঝির ঝির বৃষ্টি
বাতাসে হালকা ঢেউ
মাথায় তালপাতার মাথালী
মাথালীর উপর পুর পুর শব্দ
বরশি ফেলে বসে থাকা নিঃশব্দ
বরশিতে প্রিয় অাধার কেঁচো
কিংবা বল্লার টোপ
সে এক অানন্দ লহরী

চোখ থাকে বরশির টোনে
টোনে টিপ দিলেই উত্তেজনা বাড়ে
টোন তলিয়ে যেতে থাকলে
অমনি ছিপ ধরে টান
জলের ভিতর থেকে উঠে অাসে মাছ
হৃদয়ে জাগে সাঁজ
সে এক আনন্দ লহরী
বৃষ্টি!!!
এক আশ্চর্য সৌন্দর্য।

Leave a Reply