আসাদুজ্জামান পাবেল,স্টাফ রিপোর্টার: নীলফামারী ডিমলা উপজেলায় রহস্য জনক তালা বন্দি প্লেনসিটের একটি ট্রাংক উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬-জুলাই) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা ৯নং ওয়ার্ডের (ডোমার-ডিমলা) রোডের ফরেস্ট বাগান সংলগ্ন নতুন বাজারের আনুমানিক ৫/৬ শত গজ উত্তরে পাকা রাস্তার পাশে একটি পরিত্যাক্ত ৩/৪ ফিট ট্রাংক গত রাত আনুমানিক ১২ঃ৩০ মিনিটে দেখতে পায় আক্তারুজ্জামান বৈদ্য নামের একজন পথচারী। সে দেখে ফরেস্ট নতুন বাজারে থাকা লোকজনকে জানালে ওই লোকজন পরে পুলিশকে খবর দেয়।
ডিমলা থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক এ,এস,আই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স সহ উক্ত ইউনিয়নের ইউপি সদস্য সোহেল রানা, সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী ও গ্রাম পুলিশ পরেশ চন্দ্র রায় মিলে ঘটনাস্থলে অবস্থান নেয় ৷
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২টি নতুন তালা লাগিয়ে কে বা কাহারা সবার অজান্তে ওই ট্রাংকটি নিয়ে এসে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানায়, ট্রাংকটির ভিতরে কি আছে তা এখন বলা যাচ্ছে না।
বিস্তারিত আসছে———–