Mon. Mar 1st, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এক জন বলিউডের ‘মস্তানি’, তো অন্য জন ‘বাহুবলী’। দু’জন মিলে গেলে বি’স্ফোরণ তো ঘটবেই। এ বার সেই বি’স্ফোরণই ঘটাল দক্ষিণী ছবির প্রযোজক সংস্থা বৈজয়ন্তী মুভিজ।

দুই অন্যতম জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা করল তারা। লকডাউন পরিস্থিতিতে যেখানে বহু ছবির মুক্তি আ’ট’কে রয়েছে, সেখানে ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি বলিউডের অন্যতম ‘দামি’ ছবি হতে চলেছে।খবর আনন্দবাজার।

এখনও পর্যন্ত ছবির নাম যদিও ঘোষণা করা হয়নি। তবে এটা প্রভাসের ২১তম ছবি হতে চলেছে। ছবির বিষয়বস্তু টাইম ট্রাভেল। ইউরোপ জুড়ে ছবির শুটিং হবে। তার জন্য লোকেশন বাছাও শুরু হয়ে গিয়েছে। ছবিটি পরিচালনা করবেন নাগ অশ্বিন, যিনি এর আগে ‘মহন্তি’, ‘ইয়েভাডে সুব্রহ্মণ্যম’-এর মতো ছবি তৈরি করেছেন।

Leave a Reply