মোঃ রুহুল আমিন, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন হাফেজ কল্যাণ পরিষদ ও প্রবাসীদের যৌথ উদ্দ্যোগে এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
(২৭-জুলাই) সোমবার সকাল ১০ টায় হাফেজ কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয় এবং সকাল ১১ টায় এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
করোনা দুর্যোগের কারণে এতিমদের মাঝে হাফেজ কল্যাণ পরিষদ’র কর্তৃপক্ষ পশ্চিম ছাতনাই ইউনিয়ন’র এতিম খানায় গিয়ে কাপড় বিতরণ করে।
উক্ত অনুষ্ঠানে হাফেজ সুজন ইসলামের পরিচালনায় ও হাফেজ মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ফজলুল করিম (উপদেষ্টা প্রধান), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মোঃ শহীদ হাসান সাইদুল (উপদেষ্টা সদস্য), হাফেজ মোঃ আবুল কালাম আজাদ (উপদেষ্টা সদস্য), হাফেজ মোঃ আব্দুল কাদের জিলানী প্রমুখ।
প্রবাস থেকে যারা ঈদ বস্ত্র বিতরণে সহযোগিতা করেন মোঃ শরিফুল ইসলাম (প্রবাসী কল্যাণ সম্পাদক), মোঃ আব্দুল্লাহ খান (প্রবাসী সহ কল্যাণ সম্পাদক), নুরুজ্জামান, আনসার আলী, জিয়া উদ্দিন সহ অনেকেই।
এ প্রসঙ্গে প্রবাসী শরিফুল ইসলাম জানান, এ বছরে ঈদটা অন্য রকম। মানুষ বেঁচে থাকার নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। এ কারণে আমরা উৎসবের আঙ্গিক না বাড়িয়ে এতিমদের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করেছি।