অ’পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দেয়ায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে এক নববধূ আত্মহ’ত্যা করেছেন বলে অ’ভিযোগ উঠেছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজে’লার ঘারুয়া ইউপির রাজেশ্বরদী গ্রামে মামা’র বাড়ি থেকে নববধূ স্বপ্না আক্তারের ম’রদেহ উ’দ্ধার করেছে পু’লিশ।
গত বুধবার মামা’র পরিবারের পছন্দে গোপালগঞ্জের মোকসেদপুর উপজে’লার বিশ্বম্বর্দী গ্রামের সাগর নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় স্বপ্নার। স্বপ্না আক্তার রাজেশ্বরদী গ্রামে মামা বাশার হাওলাদারের বাড়িতে থাকতেন। কয়েক বছর আগে মা মিলি বেগমের সঙ্গে বাবা নাসির শেখের ছাড়াছাড়ি হয়।
রাজেশ্বরদী গ্রামের বাসিন্দা দিন মোহাম্ম’দ জানান, স্বপ্নার অমতে এ বিয়ে হয়। ফলে তিনি বিয়ের পরের দিন বৃহস্পতিবার স্বামীর বাড়ি থেকে চলে আসেন। এরপর তাকে স্বামীর বাড়ি যেতে মামা’র বাড়ি থেকে চাপ দেয়া হচ্ছিলো। এ ব্যাপারে স্বপ্নার মামা’র পরিবারের বক্তব্য জানা যায়নি।
ভাঙ্গা থা’নার ওসি মো. শফিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে মামা বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে স্বপ্নাকে ঝুলতে দেখে পরিবারের লোকজন। এরপর তাকে পার্শ্ববর্তী জে’লা মাদারীপুরের রাজৈর উপজে’লা হাসপাতা’লে নেয়া হলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
ওসি আরো জানান, পরিবারের ভাষ্যমতে মে’য়েটি আত্মহ’ত্যা করেছে। সুরতহাল রিপোর্টে কোনো আ’ঘাতের চিহ্ন ছিল না বলে রাজৈর থা’নার পু’লিশ জানিয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মা’মলা হয়েছে। ময়নাত’দন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: bangla magazine