Sat. Apr 17th, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সার্জারির পর থেকে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলে হাসপাতালে সূত্রে খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল জানিয়েছে, তিনি ‘গভীরভাবে তন্দ্রাচ্ছন্ন’ হয়ে আছেন।

সোমবার করোনা পজিটিভ হয়েছেন ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ব্রেনে সার্জারির পর থেকেই ভেন্টিলেটর সাপোর্টে আছেন তিনি। অবস্থার বিশেষ কোন পরিবর্তন হচ্ছে না। মাঝেই মাঝেই তৈরি হচ্ছে সংকটপূর্ণ পরিস্থিতি।

আর্মি রিসার্চ এবং রেফারাল হাসপাতাল জানিয়েছে, “এদিন সকালেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি গভীরভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছেন তবে এখনও ভেন্টিলেটর সাপোর্টে আছেন”।

প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এবং প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বাবার স্বাস্থ্যসংক্রান্ত ‘গুজব’ এবং ‘ভূল’ খবরকে উড়িয়ে দিয়েছেন।

বুধবার একটি ট্যুইটে প্রণবপুত্র জানিয়েছেন, “আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্টেবল আছেন। তাঁর সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন”।

সোমবার নিজেই ট্যুইট করে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। যারা তাঁর সংস্পর্শে এসেছেন প্রত্যেককে আইসোলেশনে গিয়ে কোভিড টেস্ট করতে বলেছেন তিনি।

প্রণবকন্যার সঙ্গে ফোনে কথা বলে প্রণব মুখোপাধ্যায় স্বাস্থ্যের হালহকিকত জেনেছেন রাষ্ট্রপতি। এছাড়াই হাসপাতালে পৌঁছে তাঁর খোঁজ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাহুল গান্ধী দ্রুত সুস্থতার বার্তা পাঠিয়েছেন।

বুধবার নিজের ট্যুইটার হ্যাণ্ডেলে আবেগপ্রবন হয়ে প্রণবকন্যা লিখেছেন, “গত বছর অগাস্টের ৮ তারিখ সবচেয়ে আনন্দের দিন ছিল, বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক একবছর পরে অগাস্টের ১০ তারিখ সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। বাবার জন্য যেটা সবচেয়ে ভালো ভগবান যেন তাই করে। আমি আনন্দ এবং দুঃখ সবকিছুর জন্য শক্তি রাখতে পারি। আমি মন থেকে সকলকে তাঁদের ভাবনার জন্য ধন্যবাদ জানাই”।

পৈতৃক ভিটে বীরভূমের কীর্ণাহারে ইতিমধ্যেই দ্রুত সুস্থতা কামনায় ৭২ ঘণ্টার যজ্ঞ হয়েছে। সেখানে অংশগ্রহণ করেছেন তাঁর বোন এবং পরিবারের অন্যান্য সদস্য সহ কাছের মানুষরা।

প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। তবে গত কয়েকদিনে তাঁর রাজাজি মার্গের ঠিকানায় মানুষের আনাগোনা কমেছিলে অনেকটা। অতিমারীর জন্যই এই সতর্কতা নিয়েছিলেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন। হাতে গোনা কয়েকজন মানুষের সঙ্গেই দেখা করতেন তিনি।

২০১৯ সালের অগাস্টের ৮ তারিখ রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন দেশের শীর্ষ নেতৃত্বরা এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্র: Kolkata24

Leave a Reply