লাল-সবুজের আমাদের জাতীয় পতাকা মানেই শুধু এক টুকরা কাপড় নয়, এ পতাকা আমাদের রাষ্ট্রের পরিচয়, আমাদের জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এ পতাকার অবমাননা কোনোভাবেই করা চলবে না। যদি কেউ অবমাননা করে, তাহলে তাকে পেতে হবে শাস্তি। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিধি-বিধান বর্ণিত হয়েছে।
১৫ আগস্ট-২০২০ ইং তারিখ। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে ডিমলা আহাত ট্রেডার্স হার্ডওয়ারের দোকানে একটি চিকন পাইপের সাথে সকাল থেকে রাত ৯.০৭ মিনিট পর্যন্ত জাতীয় পতাকা অবহেলা-অযন্তে উত্তোলণ রত অবস্থায় রেখেছিল।
এদিন সন্ধায় হালকা বৃষ্টিও হয়েছিল।

গণমাধ্যমকর্মী ছবি তুলতে গেলে দোকান মালিক তারাহুরা করে পতাকা নামিয়ে ফেলে। তাৎক্ষনিক বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর মোঃ কামাহ তমালকে অবগত করা হয়।