Fri. Apr 23rd, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  


স্টাফ রিপোর্টার(আইন),দেশবাণী.কম। :  স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের পর সন্তানেরা  বাবা-মা যে কোন একজনের কাছে থাকতে পারে। এ ব্যাপারে দুপক্ষের মধ্যে যদি মতান্তর হয়,তাহলে আদালত এ ব্যাপারে রায় দেবে। আইনের বিধানে সাধারণত ৬ বছর পর্যন্ত বাচ্চারা মায়ের কাছে থাকতে পারে কিন্তু ক্ষেত্র বিশেষে শিশু সন্তানেরর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভার বাবা কে ও দেওয়া হয়। ক্ষেত্র বিশেষ বলতে মায়ের পূনর্বিবাহ ঘটিত সমস্যা বা চরিত্রহীনতা,অথবা মাতৃগৃহের পরিবেশ শিশুদের জন্য অনুপযুক্ত বিবেচিত হওয়া,ইত্যাদি বোধাচ্ছে। 
শিক্ষক ওসাংবাদিক-
মো:মহিবুল ইসলাম মিলন
 বি.এস.সি(অনার্স),এম.এস.সি(বোটানি)
 বি.এড,এল.এল.বি।  

Leave a Reply