Share
বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে সিলিং ফ্যানের পাখায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক হলেন, ভবারবেড় গ্রামের শাহিন হোসেন (৪২) ও তার স্ত্রী ছায়রা খাতুন (৩৫)।
পুলিশ জানায়, ভবারবেড় গ্রামের শাহিন ও তার স্ত্রী বিপুল পরিমাণ মাদক এনে বাড়িতে মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তাদের ঘরের সিলিং ফ্যানের পাখায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার (২২ আগস্ট) সকালে যশোর আদালতে পাঠানো হবে।