নুরুজ্জামান সরকার (ডিমলা) নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা পূর্বপাড়া গ্রামে সোমবার (২৪-আগস্ট,২০২০) একটি অসহায় প্রতিবন্ধী মেয়ের মাঝে সূর্যের হাসি ফাউন্ডেশন এর উদ্যোগে Do Something এর অর্থায়নে একটি হুইল চেয়ার দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েটির নাম লতা আক্তার (২৩)। শিশু কাল থেকে মেয়ে টি হাটতে পারে না।এবং বিভিন্ন ভাবে ভোগান্তিতে স্বীকার হচ্ছিলো।লতার মা বলেন, এই হুইল চেয়ার পেয়ে লতা ও লতার মা ভীষণ খুসি।

এসময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি ফাউন্ডেশনের সিনিয়র সভাপতি এবি রহিম বাবু, সভাপতি রেজাউল করিম, সংগঠন সদস্য ও এলাকার ব্যক্তিবর্গ।
সূর্যের হাসি ফাউন্ডেশন এর লক্ষ ও উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাড়ানো,তাদের সেবা করা।সমাজের উন্নয়ন কাজে অংশ নিচ্ছি সূর্যের হাসি ফাউন্ডেশন।এটি খালিশা চাপানী ইউনিয়নের প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।