পঞ্চানন রায়, ডোমার(নীলফামারী) প্রতিনিধি–
নীলফামারীর ডোমারের পল্লী সঞ্চয় ব্যাংক পানিবন্দী। শুক্রবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায় ভবনটির সামনের পুরো মাঠটি পানি ভর্তি।
অফিসে যেতে পানি দিয়ে নামতে হচ্ছে। এমনকি ভবনটির সিড়ি পযর্ন্ত ছুইছুই অবস্থা। আর অল্প একটু পানি উঠলে অফিসে পানি প্রবেশ করবে। অফিসের সামনে দেখা পাওয়া যায় মাঠ সহকারী সনাতন রায়কে। তিনি জানান আমি বাজারে যাচ্ছি। অফিসের সামনে দাড়াই। এবং অফিসের অবস্থা পর্যবেক্ষণ করি যে পানি প্রবেশ করছে কিনা।তাকে জিজ্ঞাসা করা হয় পানি কেন জমে থাকে। তিনি জানান, জায়গাটা নিচু এবং পানি বের হওয়ার তেমন ব্যবস্থা নেই। তাই এমনটা হচ্ছে।
স্থানীয় কয়েকজনকে জানতে চাওয়া হয় তাদের কী মতামত। তারা জানান, পরিকল্পনার অভাব ছিল এবং মাঠটিতে পর্যাপ্ত মাটি না দেওয়ায় পানি বের হতে পারছেনা।সরকারি অফিস এমন অবস্থা এমনটা হবে এটা আশা করে না এলাকাবাসী ।
