Tue. Apr 13th, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বলিউডের সাকি গার্লকে নিয়ে উত্তেজনার পারদ সব সময় তুঙ্গে। তার শরীরী ভঙ্গিমায় বুঁদ তার ভক্তরা। সম্প্রতি একটি ভিডিও ঘিরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ রিয়্যালিটি শোয়ের একটি ভিডিও ঘিরেই জোর চাঞ্চল্য শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে নোরা ফতেহির সঙ্গে এ কী করলেন নাচের গুরু টেরেন্স লুইস, এই প্রশ্নই এখন নেটিজেনদের মুখে।

লাল পোশাকে নোরায় ঘুম উড়েছে হাজারো পুরুষের। সেই ভিডিওতেই নোরার নিতম্বে টেরেন্সের হাতের স্পর্শ দেখা যায়। নোরা, টেরেন্স ছাড়াও ভিডিওটিতে অন্য বিচারক গীতা মাকেও দেখা গেছে।

শো-চলাকালীন নমস্কার জন্য হাত তুলতে গিয়ে নোরার শরীরে হাত স্পর্শ করে টেরেন্সের। স্লো মোশনে দেখলে অনেকেই মন করছেন সপাটে থাপ্পড় কষিয়েছেন টেরেন্স লুইস। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ইচ্ছাকৃত নাকি ভুলবশত, সাকি গার্লকে এমন অশ্লীল স্পর্শ, এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত ভক্তরা। এবার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন নোরা ফতেহি। সাকি গার্ল একা নন, টেরেন্সও একটি পোস্ট শেয়ার করেছেন।

নোরা জানিয়েছেন, ধন্যবাদ টেরেন্স। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবি ও ভিডিও ফটোশপ করে বিকৃত করার ঘটনা হামেশাই ঘটে চলেছে। আমার খুব ভালো লেগেছে, পুরো বিষয়টাই তুমি শান্ত থেকেছো। তুমি ও গীতা ম্যাডাম আমার কাছে শ্রদ্ধার মানুষ। এই শো’র বিচারক হতে পেরে আমি গর্বিত। খুব ভালো থেকো।

Leave a Reply