Share
রউফুল আলম , কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধাইজান নদীতে মাছ ধরতে গিয়ে সালাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬ টায় উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ওই যুবক একই গ্রামের জয়রুদ্দিনের দ্বিতীয় ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে ধাইজান নদীতে মাছ ধরতে যান নিহত সালাম। সেখানে পানিতে ডুবে গেলে এলাকার লোকজন দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।