মোঃ আনোয়ার হোসেন,স্টার্ফ রিপোটার:- ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নে মাতৃগাও গুচ্ছগ্রামের সম্প্রসারিত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। এ মর্মে সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সদর থানা ও মোহাম্মদপুর ইউনিয়নের বিট পুলিশ এস আই বাবুল হোসেন পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয়। ঘটনা স্থানে কাউকে না পেলেও স্থানীয় জনসাধারণের কাছে জিজ্ঞাসা করলে তারা অভিযোগের সত্যতার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন এবং তারা আরো জানান বালু উত্তোলনের মূল হোতা বর্তমানে শাহিনুর পলাতক রয়েছে। এসময় তিনি উক্ত বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ এর কাছে জিম্মায় রাখার নির্দেশ দেন এবং সেখানে লাল পতাকা স্থাপন করেন। অতি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী উক্ত বালু নিলামের ব্যাবস্থা গ্রহনের বিষয় স্থানীয় উপস্থিতিকে অবহিত করেন।