Fri. Apr 23rd, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মোঃ রুহুল আমিন,স্টাফ রিপোর্টার (নীলফামারী):

সারাদেশে চলমান নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ স্বরূপ নীলফামারীর ডিমলায় Community Against Rape Bangladesh এর আয়োজনে দেয়াল লিখন ও সড়কে প্রতিবাদী স্লোগান লিখে সামাজিক আন্দোলন করা হয়।

গত(৬ অক্টোবর) মঙ্গলবার বিকালে সংগঠনটি ডিমলার বিভিন্ন ফাঁকা দেয়ালে তাদের প্রতিবাদী স্লোগান গুলো লিখে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক সর্দার হিমেল ও সদস্য সোহানুর ইসলাম ও পঙ্কজ রায় প্রমুখ।

সংগঠনটির মুখপাত্র মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ বলেন, আন্দোলন ছাড়া কোন কিছু এর আগে হাসিল হয়নি আর হবেওনা। চলমান করোনার জন্য যেহেতু রাস্তায় নামতে বেগ পেতে হচ্ছে তাই আমরা রাস্তাই ব্যবহার করছি আন্দোলনকে রূপ দিতে।

তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে, জানান যে, এরপর ডিমলার উপজেলার বাকী ইউনিয়ন গুলোতে আন্দোলনের রূপ দেয়া ও শীঘ্রই গণ আন্দোলন হিসেবে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

Leave a Reply