এম মনির চৌধুরী রানা-
বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের খরনদ্বীপ ২ নং ওয়ার্ড জলদাশ পাড়ার হতদরিদ্র জেলে স্বপন জলদাশের ছেলে নয়ন জলদাশ (২২) ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
গত এক মাস আগে জটিল এই রোগে আক্রান্ত হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ নয়নকে বাঁচাতে হলে দ্রুত অপারেশনের পরামর্শ দেন, চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এই অপারেশনে ব্যয় হবে প্রায় ১০ লক্ষ টাকা।সে পেশায় একজন জেলে সারাজীবন নদীতে মাছ ধরে সংসার চালানো হতদরিদ্র বাবা স্বপন জলদাশের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব।
তাই জটিল রোগে আক্রান্ত বুকের ধন সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তিবর্গের নিকট করোজোরে আকুল আবেদন জানান নয়নের পিতা স্বপন জলদাশ।
ব্রেইন টিউমারে আক্রান্ত নয়ন জলদাশ বর্তমানে ঢাকা গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ম তলার,১০০৮ নং ওয়ার্ডের,২নং রুমের সিট নং ‘ডি’তে ভর্তি আছেন।যদি কোন সহৃদয়বান ব্যক্তি ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জনপ্রতিনিধিগণের মাধ্যমে যাচাই করে নিম্নোক্ত বিকাশ নাম্বারের মাধ্যমে যতটুকু সম্ভব সহযোগিতা পাঠাতে আবেদন জানান নয়ন দাশের অসহায় বাবা জলদাশ।
বিকাশ নং-০১৮৫৯-৩৭৭৪৪৯,(স্বপন দাশ),
০১৬২৯৫১১৩৭৭ (স্বপন দাশ)।