শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান রাজু ও আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে নৌকার প্রার্থী তরিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ফল ঘোষণা করা হয়।
সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শফিকুর রহমান রাজু তিন হাজার ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আব্দুল ওয়াহেদ পেয়েছেন তিন হাজার ১৪৭ ভোট। এই ইউপিতে মোট ভোটার ছিলো ১৬ হাজার ৪৭৪ জন। চেয়ারম্যান পদে নৌকা ও ধানের শীষের প্রার্থীসহ মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এদিকে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম চার হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের নাজমুল হুসাইন পেয়েছেন চার হাজার ২৫ ভোট। এ ইউপিতে মোট ভোটার ১৪ হাজার ৯২০ জন।