Fri. Apr 23rd, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  


হিলি প্রতিনিধিসনাতন ধর্মাবলম্বীদর শারদীয় দূর্গাপূজা উপলক্ষ দিনাজপুরর হিলি সীমাাাান্তেন্তন্ন মিষ্টি উপহার দিয় শারদীয় শুভেছা বিনিময় করেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি)। আজ রাবার বলা সাড় ১১টায় হিলি চকপাষ্ট গেটের শুন্যরখায় ২০ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়ক সুবদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফর ক্যাম্প কমান্ডার সুরশ রাহাতর হাত মিষ্টি উপহার দিয় শুভছা ও কুশল বিনিময় করন।এসময় বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবদার সালায়মান, বিএসএফর বালুপাড়া-১৮০ কমান্ডার এস আই নবকুমারসহ বিজিবি ও বিএসএফর অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এত কর সীমান্ত দায়ীত্ব পালনরত দুবাহিনীর মাঝ বিরাজমান সুসম্পর্ক আরা সুদড় হয় থাক বল জানান বিজিবি।

Leave a Reply