বরিশালের বাকেরগঞ্জে এক শিশুর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। নির্যাতিতা শিশুকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাকেরগঞ্জের নীলগঞ্জ এলাকায় ঘটে এই ঘটনা। নির্যাতিতা শিশুর নাম জুই আক্তার। আড়াই হাজার টাকা দামের টাচ মোবাইল চুরির অভিযোগে প্রভাবশালী প্রতিবেশী কবির চৌকিদারের ছেলে সাইল ও তার দলবলের আক্রোশের শিকার হয় জুই।
নির্যাতিতা ও স্বজন সুত্রে জানা যায়, বিকেলে মামার বাড়ির উঠোনে খেলা করার সময় একটি মোবাইল চুরির অভিযোগে তারা ৯ বছরের শিশু জুইকে তুলে নিয়ে একটি বাথরুমের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত-পা বেঁধে নির্মমভাবে পেটানো হয়। পরে গামছা দিয়ে তার বেঁধে পানি ঢালা হয়। এসময় শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
শিশুটিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শুক্রবার সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জুই এর বাবা বশির হাওলাদার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। শিশুটির অসহায় পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে।