Tue. Apr 13th, 2021
Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউপির ফকিরতলা পলিটেকনিক ইন্সটিটিউটের পূর্বপাশে ৮ বছর বয়সী শিশুকে ধানক্ষেতে ধর্ষণরত অবস্থায় স্থানীয় জনগণ ধর্ষককে আটকের পর মারপিট করে পুলিশে সোপর্দ করেছে।

মাত্র ৫০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক ধর্ষক মো. কালাম জানপুর মধ্যপাড়া গ্রামের মৃত মেসের আলী। ধর্ষণের শিকার শিশু মেয়েটিও একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী জানান, ধর্ষক কালাম বিল থেকে ওই মেয়েটিকে শাপলা ফুল তুলে দিচ্ছিল। এক পর্যায়ে সে মেয়েটিকে হাত ধরে কথা বলতে বলতে ধানক্ষেতে নিয়ে যায়। ১৫-২০ মিনিট দুজনকে দেখা না যাওয়ায় সন্দেহ হয়। পরে ধানক্ষেতে গিয়ে দুজনকে বিবস্ত্র অবস্থায় দেখা যায়। এ সময় ধর্ষক লোকটিকে আটক করা হলে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে ছেড়ে দেয়ার জন্য কাকুতি-মিনতি করে। পরে জনগণ দু’জনকে আটকে রেখে পুলিশে
সংবাদ দেয়।

ধর্ষণের শিকার শিশু মেয়েটি জানায়, ৫০ টাকা দেয়ার কথা বলে ধানক্ষেতে নিয়ে আসছিল।

সদর থানার উপ-পরিদর্শক জয়নুল আবেদীন জানান, স্থানীয়রা ধর্ষক কালামকে আটকে থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল পৌঁছে ধর্ষক কালামকে আটক করা হয়েছে। ধর্ষক কালাম টাকার লোভ দেখিয়ে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার প্রাথমিক তদন্ত করা হচ্ছে। থানায় নেয়ার পর মামলা রেকর্ড করা হবে বলেও তিনি জানিয়েছেন।

সূত্র: যমুনা টিভি

Leave a Reply