এম মনির চৌধুরী রানা,বোয়ালখালী:
বোয়ালখালীতে ফ্রান্সে মহানবীর (দঃ) কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চরখিজিরপুর ফকির মোহাম্মদ তালুকদার জামে মসজিদের মুসল্লি পরিষদ ও এলাকাবাসি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০শে নভেম্বর) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মসজিদের খতিব মওলানা জাহাঙ্গীর আলম আলকাদেরী’র সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,
মাওলানা জয়নুল আবেদীন জুবাইর, ইদ্রিছ আলম আলকাদেরী, শায়ের মোঃ শাকিল কাদেরী, অহিদুল আলম চৌধুরী, মাওলানা ফোরকান, জানে আলম প্রমূখ।
কর্মসূচি চলাকালে ফ্রান্স কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। এ সময় ফ্রান্স ও ফ্রান্সের পণ্যকে বয়কট করার দাবী জানান।