Share
এম এ সাজেদুল ইসলাম(সাগর)নবাবগঞ্জ( দিনাজপুর ):
দিনাজপুরের নবাবগঞ্জে গত শুক্রবার বাডিতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে এক কিশোরীর ব্যবহৃত ওড়না হাতে বেঁধে ধর্ষণ করে হরিপুর মন্ডপ চান গ্রামের আলাউদ্দিন (৬০)।
পরে ওই কিশোরী বাদী হয়ে নবাবগঞ্জ থানায আলাউদ্দিন কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পরে পুলিশ অভিযুক্ত আলাউদ্দিনকে আটক করে জেলহাজতে প্রেরন করেছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান।