Share
রউফুল আলম, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ (নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কোচিং সেন্টার খোলা রেখে ক্লাস ও পরীক্ষা নেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়।
আজ কিশোরগঞ্জ উপজেলায় সরকারি আদেশ অমান্য করে পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টার এর বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় কোচিং সেন্টার খোলা রেখে ক্লাস/পরীক্ষা নেওয়ার অপরাধে সৃষ্টি বৈকালিন কোচিংকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং কোচিংটি বন্ধ করে দেওয়া হয়।
এসিল্যান্ড মেহেদী হাসান জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভবিষ্যতে কোচিং এর কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।