Share
স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার কলমাকান্দায় আজ বুধবার(২৪নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার মো. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আব্দুল ওয়াজেদ, একাডেমিক সুপার ভাইজার তারিকুল ইসলাম ও শিক্ষক কামরুন্নাহার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ায় যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার একটি উদাহরণ ছাত্রদের মেধা বিকাশে বিজ্ঞান মেলা। এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেলা সম্পন্ন করার ঘোষণা দেন।