পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাট-২ আসনের মাননীয় সাংসদ, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা মারা যান। গত সোমবার রাত সোয়া ৮টার সময় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুইপের বাবা সাবেক বাংলাদেশ টেলিফোন অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আলহাজ্ব শরীফ উদ্দিন মন্ডল (৮৫) না ফেরার দেশে চলে যান।’
তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে পাঁচবিবির বাসায় অবস্থান করছিলেন। কিছুদিন আগে শরীর বেশী খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে পরিবার এবং শুভাকাঙ্খিদের কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমায় হুইপের বাবা। পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মরহুমের প্রথম জানাযা শেষে পৈতিক জন্মভুমি জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হুইপসহ জানায়ায় অংশগ্রহন করেন জেলা প্রশাসকের বিভিন্ন কর্মকর্তা, জেলা আ.লীগ সম্পাদক জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন, জয়পুরহাট সদরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবির মেয়র হাবিবুর রহমান হাবিব, হুইপের একমাত্র ছোট ভাই উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক আবু সাঈদ আল-মাহবুব চন্দন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিরা।