ডিমলা প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের ৪৭০ জন শীতার্ত মানুষের মাঝে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব মোঃ গোলজার রহমানের সভাপতিত্বে বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন।’
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহরাব হোসেন, ডিজিটাল উদ্যোক্তা গোলাম রাব্বানী আজম সহ আরও অনেকে।